White Sheets: হোটেলে বিছানার চাদর, বালিশের কভার সাদা রঙের হয় কেন, জানেন

White Sheets Bed: আপনি যখন কোথাও ভ্রমণের (Travel) পরিকল্পনা করেন তখন ভ্রমণের টিকিটের পর যা নিয়ে চিন্তা থাকে, তা হল থাকার পরিকল্পনা। আপনি বাইরে গেলে হোটেল বুক (Hotel Book) করবেন। আপনিও নিশ্চয়ই একবার হলেও হোটেলে থেকেছেন।  

তবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে হোটেলেই যান না কেন, বিছানাপত্র সবই সাদা রঙের (White Color) হয়ে থাকে। তবে কখনও ভেবেছেন কি এমনটা হয় কেন? আসলে সাদা রঙ আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়, তাই আলোতে হোটেলের ঘরগুলিকে অনেক বেশি উজ্জ্বল এবং বড় দেখায়। 

Image

যদিও সাদা রঙ সহজে ময়লা হয় কিন্তু তা সত্ত্বেও হোটেলগুলিতে সাদা রঙের বিছানার চাদর ব্যবহার করা হয়। আসলে সাদা রঙে যেকোনো দাগ সহজে দেখা যায়। দাগহীন সাদা বিছানা চাদরটি গ্রাহকদের নিশ্চিত করে যে তারা একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশে রয়েছে।

গ্রাহকদের সন্তুষ্টির জন্যই সাদা রঙের বেডশীট বিছিয়ে দেওয়া হয়। এছাড়া হোটেলের ঘরটি যত পরিষ্কার দেখাবে রুমে থাকা ব্যক্তি তত বেশি স্বাচ্ছন্দবোধ করবেন। এর পাশাপাশি সাদা চাদর বিছানোর আরেকটি কারণ রয়েছে।

আসলে হোটেলে পরিষ্কারের সময় সাদা বিছানার চাদর একসঙ্গে ধুয়ে ফেলা হয়। অন্যথায় হোটেলে যদি রঙিন চাদর বিছিয়ে দেওয়া হয় তাহলে ধোয়ার সময় তাদের রঙ বিবর্ণ হয়ে যাওয়ার বা একে ওপরের গায়ে রঙ লেগে যাওয়ার আশঙ্কা থাকে।