হাতে বা পায়ে কালো সুতো পরে নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো?

আজকাল কালো সুতো পরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কেউ হাতে বা কেউ পায়ে বাঁধে। আবার বাচ্চাদেরও কালো সুতো বেঁধে দেন যাতে কারো নজর না লাগে। তবে এই কালো সুতো সবার পক্ষে পরা উপযুক্ত নয়। এই সুতো পরার কয়েকটি নিয়ম রয়েছে যেগুলো না মেনে চললে ক্ষতি হতে পারে।

জ্যোতিষীদের মতে, মকর, কুম্ভ ও তুলা রাশির জন্য কালো সুতো বা কালো রং খুবই উপকারী কারণ এই তিন রাশির জাতকেরা অনায়াসে কালো সুতো পরতে পারেন। তবে বৃশ্চিক ও মেষ রাশির জাতকদের ক্ষেত্রে মোটেই শুভ নয়। আসলে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল, তাদের জন্য কালো রং খুবই অশুভ।

Image

জ্যোতিষীরা বলছেন কালো সুতো পরার নিয়মগুলি জেনেই পরুন। এই সুতো পরার আগে নয়টি গিঁট দিন। যে কোন শুভ মুহূর্তে মন্ত্র পড়ে এটি ধারণ করুন। যেমন – ব্রহ্ম মুহূর্ত।

মনে রাখবেন বিজোড় প্যাঁচে কালো সুতো পরবেন না। ২,৪,৬ অথবা ৮টি প্যাঁচে এটি ধারণ করুন। তবে আগে থেকে যদি লাল-হলুদ সুতো থাকে তাহলে ভুলেও কালো সুতো পরবেন না, এটি জীবনে নানান সমস্যা ডেকে আনতে পারে।

জ্যোতিষীরা এও জানিয়েছেন যে, শনিবার দিন দেখেই কালো সুতো পরুন, এতে মঙ্গল হয়। যেহেতু শনির প্রতীক রং হল কালো। এছাড়া কালো সুতো ধারণ করার সময় রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করুন। এর ফলে কালো সুতোর শক্তি আরও বৃদ্ধি হয়।