সাধারণ জ্ঞান কুইজ: ভারতবর্ষের কোন রাজ্যে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়?

ভারতীয়দের এই রাজ্যটিতে যেতে বিশেষ পাসপোর্ট এর দরকার হয়

General Knowledge Quiz: আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণজ্ঞান বিষয়ক তথ্যগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। এগুলি মানুষেরা পড়তেও ভালোবাসে। এমনকি ইন্টারভিউতেও সাধারণ জ্ঞানের উপর ভিত্তিতেই প্রশ্ন করা হয়। যাইহোক এই প্রতিবেদনে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার নলেজ বাড়াতে সাহায্য করবে।

১) প্রশ্ন: বাঘ, প্যান্থার এবং ভাল্লুকে আশ্রয় দেওয়ার জন্য পরিচিত তাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
ক) আসাম
খ) মহারাষ্ট্র
গ) কর্ণাটক
ঘ) তামিলনাড়ু
উত্তর: খ) মহারাষ্ট্র
— মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় তাডোবা আন্ধারি ন্যাশনাল পার্ক রয়েছে, যেখানে এখনো পর্যন্ত ৪৩টি বাঘকে আশ্রয় দেয়া হয়েছে। এটি মহারাষ্ট্রের বৃহত্তম ও প্রাচীনতম উদ্যানও বটে। জাতীয় উদ্যানের নাম রাখা হয়েছিল ‘তাডোবা’ ঈশ্বরের নাম অনুসারে, যাকে স্থানীয় উপজাতিরা উপাসনা করে এবং আন্ধারি হল বনের মধ্যবর্তী নদীর নাম।

Image

২) প্রশ্ন: ভারতের কোন রাজ্যে একটিমাত্র রেলস্টেশন রয়েছে?
ক) জম্মু-কাশ্মীর
খ) আসাম
গ) নাগাল্যান্ড
ঘ) মিজোরাম
উত্তর: ঘ) মিজোরাম
— ভারতের উত্তর পূর্ব রাজ্য মিজোরামে একটিমাত্র রেল স্টেশন রয়েছে, যার নাম বৈরবী। ১১ লক্ষ বসবাসকারী মানুষের যাতায়াত করতে চরম সমস্যায় পড়তে হয়। তবে আগামী দিনে এই রাজ্যে আরও একটি রেলস্টেশন তৈরি করার পরিকল্পনা চলছে।

৩) প্রশ্ন: যে যন্ত্রটি সৌর বিকিরণের তীব্রতা পরিমাপ করে তাকে কি বলা হয়?
ক) ব্যারোমিটার
খ) এনার্জিমিটার
গ) সোলারিমিটার
ঘ) স্পিডোমিটার
উত্তর: গ) সোলারিমিটার
— সোলারিমিটার একটি সমতল বা স্তরের পৃষ্ঠে নিয়মিত বৈশ্বিক সৌর বিকিরণ পরিমাপ করে। এটিতে একটি থার্মোকল জংশন-সেন্সিং উপাদান রয়েছে। যার মাধ্যমে সৌর বিকিরণের তীব্রতার পরিমাপ করা যায়।

৪) প্রশ্ন: ভারতের কোন রাজ্য মশলার বাগান’ হিসেবে পরিচিত?
ক) কর্ণাটক
খ) পশ্চিমবঙ্গ
গ) কেরালা
ঘ) সিকিম
উত্তর: গ) কেরালা
— কেরালা ভারতের একটি সুন্দর রাজ্য হওয়ার পাশাপাশি ‘মশলার বাগান’ হিসেবে পরিচিত। এখানকার উৎকৃষ্ট মানের মশলাগুলোর মধ্যে হল – গোলমরিচ, ভ্যানিলা, এলাচ এবং লবঙ্গ।

৫) প্রশ্ন: ভারতবর্ষের কোন রাজ্যে যেতে হলে পাসপোর্ট লাগে?
ক) আসাম
খ) নাগাল্যান্ড
গ) সিকিম
ঘ) হিমাচল প্রদেশ
উত্তর: খ) নাগাল্যান্ড
— ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে প্রবেশ করতে হলে ইনার পারমিটের প্রয়োজন হয়। এখানকার সংস্কৃতি, ভাষা, পোশাক, ধর্মীয় রীতিনীতি নিয়ম সবই একেক রকম। তাই এই সুন্দর রাজ্যটিতে প্রবেশের জন্য পর্যটকরা ভিড় জমান। আজকাল অনলাইনেও পারমিট সংগ্রহ করা যায়।