আজ হিরোশিমা দিবস: ৪ হাজার ডিগ্রি উত্তাপে মুহূর্তেই প্রাণ হারান ৮০ হাজার মানুষ

হিরোশিমা দিবস: আজ থেকে ৭৭ বছর আগে গোটা বিশ্ব দেখেছিল মৃত্যুর বৃষ্টি। জাপানের হিরোশিমা শহরে বিশ্বের প্রথম পারমাণবিক হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। পারমাণবিক বোমা হিরোশিমায় প্রায় ৪০০০ ডিগ্রী উত্তাপ সৃষ্টি করেছিল যা মুহূর্তের মধ্যেই পুরো শহরটিকে ধ্বংস করে দেয়। 

এরপর থেকে যখনই পরমাণু অস্ত্রধারী দেশগুলোর মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখনই শান্তি-প্রেমীদের আত্মা কেঁপে ওঠে। ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রয়েছে এবং এদিকে তাইওয়ান নিয়ম আবার মুখোমুখি চীন ও আমেরিকা। এমন পরিস্থিতিতে আজকে হিরোশিমা দিবসকে স্মরণ করা অনেক দিক থেকেই সমীচীন।

Image

৬ই আগস্ট ‘হিরোশিমা দিবস’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের এই শহরে একটি পারমাণবিক বোমা ফেলে। ১৯৩৯ সালে এই বিশ্বযুদ্ধ শুরু হয়, ছয় বছর পেরিয়ে গেলেও যুদ্ধ থামা কোনও নামই নিচ্ছিলো না। এদিকে জাপান ক্রমাগত আক্রমণ করছিল। এই কারণে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।

মার্কিন যুক্তরাষ্ট্র ঐদিন সকাল আটটার দিকে হিরোশিমার শহরে একটি পারমাণবিক বোমা ফেলে। বিস্ফোরণ ঘটার সাথে সাথেই ৮০ হাজারেরও বেশি মানুষ মারা যায়। বোমা থেকে নির্গত হয় ৪০০০ ডিগ্রী তাপ যা শহরটিকে ধ্বংস করে দেয়। মাত্র দুই মিনিটে ওই শহরের ৮০ শতাংশ এলাকা পুড়ে ছারখার হয়ে যায়। শহরটির ২৯ কিলোমিটার এলাকা পর্যন্ত গোটা আকাশ কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল।