টলিউডের জনপ্রিয় ৭ অভিনেতার শিক্ষাগত যোগ্যতা, কার কতটা জানেন?

বাংলা টলিউডের চিত্রনাট্য পুরোটাই বদলে গিয়েছে। সেকেলের ভাবনাচিন্তা কে দূর করে গত এক দশক ধরে বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে উন্নত মানের গল্প চিত্রনাট্য ইত্যাদি সেই সাথে সংগীতের সুর বাংলা মুভি আরো বাড়িয়ে তুলেছে। যদিও আজকাল বেশিরভাগ বাংলা মুভিগুলি দক্ষিণ ভারতের মুভিগুলি থেকে রিমেক করা হয়।

এই প্রতিবেদনে রয়েছে, জনপ্রিয় ৭ জন টলিউড তারকার শিক্ষাগত যোগ্যতা:-

আবীর চট্টোপাধ্যায়:

Actors Name Age, Wiki, Height, Birth Place, Career Details - Vikram  Chatterjee on Famously Filmfare Bengali Interview MX Original Series MX  Player, MX Player, 2019 | Charmboard

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায় একটি বিজনেস স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। কিছুদিন পর তিনি অভিনয় জীবন কেই বেছে নেন। এরপর আর কখনো তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।

মিঠুন চক্রবর্তী:

Mithun Chakraborty father death: Mithun Chakraborty's father passes away,  actor stranded in Bengaluru amid lockdown - The Economic Times

গোটা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রি দাদা নামে পরিচিত মিঠুন চক্রবর্তী, বাংলায় বাঙালি বাবু নামেও পরিচিত। তার আসল নাম হলো গৌরাঙ্গ চক্রবর্তী। ছোট থেকেই পড়াশোনাই খুবই ভাল ছিলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করেন। এরপরে অভিনয় জগতে নিজেকে মনোনিবেশ করেন।

প্রসেনজিৎ:

Tollywood superstar Prosenjit Chatterjee says it's lonely at the top

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন ডুবতে বসেছিল তখন এই নায়ক একাই টেনেছেন এবং তার মনোরঞ্জিত মুভিগুলি সকল দর্শকের মন কেড়ে নিয়েছে। আজও সকল সিনেমাপ্রেমী বাঙ্গালীদের হৃদয়ে তিনি বাস করেন। জানা গিয়েছে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা করেছেন।

অঙ্কুশ হাজরা:

T-Town wishes 'Happy Birthday' to Ankush

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমানে একজন অন্যতম সুপারস্টার। বর্ধমানের এই অভিনেতা কলকাতা আসার পর হেরিটেজ অ্যাক্যাডেমি থেকে বিবিএ পাশ করেছেন।

 যীশু সেনগুপ্ত:

Jisshu Sengupta Secrets ; Age, height, family, scandals, gossips | Celeb  Secrets

যীশু সেনগুপ্ত অভিনয়ে আসার আগে ক্রিকেট খেলার প্রতি দারুণ নেশা ছিল। সেই জন্য তিনি বহু ক্রিকেট খেলেছেন। অভিনয় না করলে তিনি এতদিন বাংলার ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করতেন। জানা গিয়েছে তিনি জুলিয়ান ডে স্কুলে পড়াশোনা করেন। এরপর কমার্স নিয়ে অনার্স করেন।

দেব:

Movies News Time: Kolkata Bengali Actor Dev All Movies List

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়ক দীপক অধিকারী। তাকে আমরা  দেব বলে চিনি। ইন্ডাস্ট্রির হার্টথ্রব। তার প্রতিটি রোমাঞ্চকর মুভি সকল দর্শকদের মন জয় করে নিয়েছেন। যদিও তিনি এখন রাজনৈতিক এবং অভিনয় দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। ছোট থেকেই মুম্বাইতে কেটেছে এরপর তিনি পুনেতে কম্পিউটার ডিপ্লোমা নিয়ে পাস করেন।

জিৎ: 

Tollywood actor Jeet launches FBB Big Bazar

বাংলা চলচ্চিত্রের সবার পছন্দের নায়ক জিৎ। প্রায় কুড়ি বছর ধরে আজও সমানতালে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন। প্রতিটি মুভি মানুষের হৃদয় জয় করেছে। তিনি একজন বাঙালি না হলেও বাঙ্গালীদের চেয়ে কম যান না। কলকাতায় আসার পর ভবানীপুরের সোসাইটি কলেজ থেকে স্নাতক হন। এরপর বেশকিছু অ্যাডভার্টাইজমেন্ট কাজ করার সুযোগ পেয়েছিলেন তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন।