পশ্চিমবঙ্গে আরও নতুন ৭টি জেলা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের মানচিত্রে বড় অদল বদল আসতে চলেছে, এমনটাই নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের সুবিধার্থে এর আগেই জেলা ভাগের কথা জানিয়েছিলেন। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হল। এদিন ৭টি নতুন জেলার কথা ঘোষণা করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রশাসনিক কাজের সুবিধার জন্যই ৭টি নতুন করে জেলা হচ্ছে রাজ্যে। মুর্শিদাবাদে দুটি আলাদা জেলা হচ্ছে বহরমপুর জঙ্গিপুর ও কান্দি। নদীয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা ভেঙ্গে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে। এরমধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতি জেলার নাম দেওয়া হয়েছে।

এদিকে দক্ষিণ ২৪ পরগণায় সুন্দরবন নামে একটি নতুন জেলা তৈরি হবে। বসিরহাট মহকুমা নিয়ে নতুন জেলা তৈরি হচ্ছে। তবে এখনো নাম চূড়ান্ত হয়নি। বাঁকুড়ায় তৈরি হচ্ছে আলাদা করে বিষ্ণুপুর জেলা।

West Bengal District Map

যে নতুন জেলাগুলি তৈরি হবে এক নজরে দেখে নিন: 
১) বিষ্ণুপুর
২) বহরমপুর-জঙ্গিপুর
৩) কান্দি
৪) সুন্দরবন
৫) রানাঘাট
৬) ইছামতি
৭) বসিরহাট মহকুমা

বর্তমান পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ২৩টি। এরপর রাজ্যের জেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০টি। সর্বশেষ ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম জেলা এবং দার্জিলিং জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়েছিল।