আইপিএল টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন যে ৬ ব্যাটসম্যান

সদ্যসমাপ্ত আইপিএলের ফাইনালে সিএসকের ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলে জয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে আইপিএল টুর্নামেন্টের ফাইনালে এখনও পর্যন্ত দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবার সর্বোচ্চ রানের ইনিংস খেলা ৬ ব্যাটসম্যান সম্পর্কে জেনে নেওয়া যাক:— 

১) শেন ওয়াটসন: ১১৭* রান 

Shane Watson announces retirement - Cricket365

২০১৮ আইপিএলের ফাইনালে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। ১৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে সিএসকে দল। দুরন্ত ফর্মে থাকা শেন ওয়াটসন মাত্র ৫৭ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ছিলেন।

২) ঋদ্ধিমান সাহা: ১১৫* রান

Page 9 - 10 Outstanding knocks that came in a losing cause in the IPL

২০১৪ আইপিএলের ফাইনালে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব প্রথমে ব্যাট করে ১৯৯ রানের স্কোরবোর্ড খাড়া করে। উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা মাত্র ৫৫ বলে অপরাজিত ১১৫ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাবকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।

৩) মুরলী বিজয়: ৯৫ রান

Who will replace Suresh Raina in Chennai Super Kings team for IPL 2020?

২০১১ আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল। চেন্নাই প্রথমে ব্যাট করে মুরলী বিজয়ের দুরন্ত ৯৫ রানের (৫২ বল) ইনিংসের ওপর ভর করে ২০৫ রান তোলে। জবাবে আরসিবি দল ১৪৭ রানে আটকে যায়। টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় সিএসকে দল।

৪) মণীশ পান্ডে: ৯৪ রান

Recent Match Report - Kings XI vs KKR Final 2014 | ESPNcricinfo.com

২০১৪ আইপিএলের ফাইনালে ঋদ্ধিমান সাহার দুরন্ত সেঞ্চুরিতে পাঞ্জাব ২০০ রানের লক্ষ্যমাত্রা দেয়। এরপর কেকেআরের মিডল অর্ডার ব্যাটসম্যান মণীশ পান্ডে ৫০ বলে ৯৪ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের রাস্তা সহজ করে দিয়েছিল।

৫) মনবিন্দর বিসলা: ৮৯ রান

IPL: The forgotten hero of 2012 final - The Statesman

২০১২ আইপিএলের ফাইনালে চেন্নাই মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলে। জবাবে কেকেআরের উইকেট-রক্ষক তথা ওপেনার মনবিন্দর বিসলা ৪৮ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

৬) ফ্যাফ ডুপ্লেসিস: ৮৬ রান

IPL 2021: "I am really grateful for today" - Faf du Plessis reacts after match-winning in the grand final

২০২১ আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের ওপেনার ফ্যাফ ডুপ্লেসিস ৮৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তার এই দুরন্ত ইনিংসের দৌলতে সিএসকে দল ১৯২ রান করে। জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৬৫ রান তুলতে সক্ষম হয়। উল্লেখ্য, সদ্যসমাপ্ত ফাইনালের সেরা ফ্যাফ ডুপ্লেসিস ৬৩৩ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হয়েছেন।