আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ হয়েছে এই পাঁচটি জুটিতে

২০০৮ সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এই মুহূর্তে বিশ্বের সেরা ঘরোয়া টি-টোয়েন্টি লীগে পরিণত হয়েছে। ক্রিকেটের যেকোনো পরিসংখ্যানকে একটি রেকর্ড হিসেবে ধরা হয়। আজকের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় পার্টনারশিপ হয়েছে যে পাঁচটি জুটিতে, এবার সেই বিষয়ে জেনে নেওয়া যায়:-

৫) ডেভিড ওয়ার্নার ও নমন ওঝা: ১৮৯ রান

Cricket Dawn | David Warner and Naman Ojha crushed Deccan Chargers

২০১২ সালের আইপিএল এ ডেভিড ওয়ার্নার এবং নমন ওঝার জুটিতে ডেকান চার্জার্স এর বিরুদ্ধে চেস করতে গিয়ে ১৮৯ রান ওঠে এবং এটি দিল্লি ডেয়ারডেভিলস এর সেরা জয় ছিল। এই ম্যাচে ডেভিড ওয়ার্নার মাত্র ৫৪ বলে ১০৯ রান আর অন্যদিকে নমন ওঝা ৪৬ বলে ৬৪ রান করেন।

৪) ক্রিস গেইল ও বিরাট কোহলি: ২০৪ রান

Expecting Virat Kohli to achieve much more: Chris Gayle

২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ক্রিস গেইল ও বিরাট কোহলির জুটিতে ২০৪ রান ওঠে। এই ম্যাচে ক্রিস গেইল ৬২ বলে ১৩টি ছক্কা ও ৭ টি চারের সাহায্যে ১২৮ রান করেন। আর বিরাট কোহলি ৫৩ বলে দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলেছিলেন।

৩) অ্যাডাম গিলক্রিস্ট ও শন মার্শ: ২০৬ রান

Gilchrist, Marsh celebrate huge partnership - ABC News (Australian ...

২০১১ সালে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অ্যাডাম গিলক্রিস্ট এবং শন মার্শ এর জুটিতে ২০৬ রান ওঠে। এর ফলে কিংস ইলেভেন পাঞ্জাবের স্কোরকার্ড গিয়ে দাঁড়ায় ২৩১ রান। অ্যাডাম গিলক্রিস্ট ৫৫ বলে ১০৬ রান এবং শন মার্শ ৫৫ বলে ৭৯ রান করেন।

২) এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি: ২১৫ রান

IPL 2019: Royal Challengers Bangalore Players list: Complete squad ...

২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স এর বিধ্বংসী জুটিতে ওঠে ২১৫ রান। এবি ডি ভিলিয়ার্স করেন মাত্র ৫৯ বলে ১৩৩ রান আর অন্যদিকে কোহলির ব্যাট থেকে আসে ৫০ বলে ৮২ রানের লড়াকু ইনিংস।

১) বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স: ২২৯ রান

IPL Records of Royal Challengers Bangalore featuring Virat Kohli ...

২০১৬ সালে বেঙ্গালুরুর মাঠে গুজরাট লায়ন্স এর বিরুদ্ধে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স এই জুটিতে ওঠে ২২৯ রান। এই ম্যাচে বিরাট কোহলি ৫৫ বলে ১০৯ রান এবং এবি ডি ভিলিয়ার্স ৫২ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, যার মধ্যে ছিল ১০টি চার এবং ১২টি ছক্কা। আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত  এটিই সবচেয়ে বড় পার্টনারশিপ।