৫ ভারতীয় খেলোয়াড় যারা তাদের ওয়ানডে ক্যারিয়ারে একটিও ছক্কা হাঁকাতে পারেননি

বর্তমানে সীমিত ওভারের খেলায় ব্যাটসম্যানরা আগের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন। এমন অনেক দুর্দান্ত ব্যাটসম্যান রয়েছেন যাদের ব্যাট থেকে কয়েকশো ছক্কা এসেছে। এমনকি বোলাররাও কম যান না, লোয়ার অর্ডারে নেমে তারাও ব্যাট চালাতে যথেষ্ট সক্ষম। তবে ভারতীয় ক্রিকেটের কথা বললে, এমন কিছু খেলোয়াড় হয়েছেন যারা তাদের ওয়ানডে ক্যারিয়ারে একটিও ছক্কা হাঁকাতে পারেননি। এবার দেখে নেওয়া যাক:

১) মনোজ প্রভাকর:

অলরাউন্ডার মনোজ প্রভাকর ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ১৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি এলেও একটিও ছক্কা হাঁকাননি। এতগুলি ওয়ানডে ম্যাচ খেলার পরেও একটিও ছক্কা হাঁকাতে না পারার বিষয়টি আশ্চর্যের। 

২) চেতেশ্বর পুজারা:

টেস্ট ক্রিকেটের ভরসাযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। যিনি ভারতের হয়ে ৯৫টি টেস্টে ৪৩.৮৮ গড়ে ৬৭১৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৮টি সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান হওয়ার জন্যই সীমিত ওভারের খেলায় খুব বেশি সুযোগ পাননি। তিনি কেবল পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে একটিও ছক্কা আসেনি তার ব্যাট থেকে। 

৩) ইশান্ত শর্মা: 

২০০৭ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইশান্ত শর্মার। তিনিও সাদা বলের ক্রিকেটে ছক্কা হাঁকাতে পারেনি। ইশান্ত শর্মা ভারতের হয়ে ১০৫টি টেস্ট, ৮০টি ওডিআই এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সীমিত ওভারের ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে কেবল ৭টি বাউন্ডারি।

৪) কুলদীপ যাদব:

চায়নাম্যান বোলার কুলদীপ যাদব ভারতের হয়ে ৭টি টেস্ট, ৬৬টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে তার ব্যাট থেকে একটিও ছক্কা আসেনি। এদিকে তিনি আইপিএলে দুটি ছক্কা হাঁকাতে সক্ষম হয়েছেন

৫) যুজবেন্দ্র চাহাল: 

২০১৬ সালে ওয়ানডেতে অভিষেক করেন যুজবেন্দ্র চাহাল। এই লেগ স্পিনার বল হাতে ভেলকি দেখালেও এখনো পর্যন্ত তার ব্যাট থেকে একটিও ছক্কা আসেনি। ৬১টি ওয়ানডেতে তার ব্যাট থেকে কেবল ৮টি চার এসেছে। এদিকে ৫৭টি টি-টোয়েন্টিতে হোক বা শতাধিক আইপিএল ম্যাচ খেলার পরেও ছক্কা হাঁকাতে পারেননি।