Cricket
পাঁচ ভারতীয় ব্যাটসম্যান যাদের বিদেশের মাটিতে বেশি গড় রয়েছে
বিদেশের মাঠে ব্যাটসম্যানদের মানিয়ে নেওয়া যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। সেই ক্রিজে টিকে থাকা প্রতিটা ব্যাটসম্যানের কাছে এক একটা চ্যালেঞ্জের মত। তবে এই পাঁচ দিনের লড়াইয়ের খেলাটি ক্রিকেটবোদ্ধাদের কাছে প্রকৃত খেলা বলে বিবেচিত হয়। এই শ্রেণীর ক্রিকেটে কয়েকজন ভারতীয় ব্যাটসম্যান ছিলেন যারা বিদেশের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে স্মরণীয় হয়ে আছেন।
আজকের প্রতিবেদনে রয়েছে, পাঁচ ভারতীয় ব্যাটসম্যান যাদের ব্যাটিং গড় দেশের অপেক্ষা বিদেশের মাটিতে বেশি! এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক :-
১) সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন। ৮০ এবং ৯০ দশকে তিনি কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে “লিটিল মাস্টার” হিসেবে পরিচিত হয়েছিলেন। তিনি দেশের বাইরে ৬০ টি টেস্ট ম্যাচ খেলে ৫২.১১ গড় নিয়ে ৫০৫৫ রান করেন। যার মধ্যে রয়েছে ১৮ টি সেঞ্চুরি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় হলো ৫০.১৬।
২) শচীন টেন্ডুলকার
টেস্ট ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। তিনি দেশের বাইরে ১০৬টি টেস্ট ম্যাচ খেলে ৫৪.৭৪ গড় নিয়ে ৮৭০৫ রান করেন। যার মধ্যে রয়েছে ২৯টি সেঞ্চুরি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় হলো ৫২.৬৭।
৩) রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় তার ১৬ বছর ক্রিকেট ক্যারিয়ারে সারা বিশ্বজুড়ে “দ্যা ওয়াল” নামে পরিচিত। তিনি ৯৩ টি টেস্ট ম্যাচ বিদেশের মাটিতে খেলেন। যেখানে তিনি ৫৩.৬১ গড় নিয়ে ৭৬৬৭ রান করেন। যার মধ্যে ছিল ২৬টি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি। তার জীবনের সর্বোচ্চ ২৭০ রানটিও পাকিস্তানের মাঠে করেছিলেন। দেশের মাটিতে তার ব্যাটিং গড় হলো ৫১.৩৬।
৪) মহিন্দর অমরনাথ
৮০ দশকের ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন মহিন্দর অমরনাথ। তিনি ৩৬টি টেস্ট ম্যাচ বিদেশের মাটিতে খেলে ৫১.৮৬ গড় নিয়ে ৩০০৮ রান করেন। যার মধ্যে ছিল ৯টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি। দেশের মাটিতে তার ব্যাটিং গড় হলো ৩০.৪৪।
৫) অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানে গত কয়েক বছর ধরে ভারতীয় টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ে মেরুদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছেন দেশের বাইরে তিনি ৩৮টি টেস্ট ম্যাচ খেলে ৪৫.১৬ গড় নিয়ে ২৭১০ রান করেন। যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি। তিনি কয়েকজন ভারতীয় ব্যাটসম্যানদের মতোই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। দেশের মাটিতে তার ব্যাটিং গড় হলো ৩৯.২৮।
