৫ ভারতীয় ব্যাটসম্যান যারা ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক বার অপরাজিত থেকেছেন

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কঠিন হলো ফিনিশার হওয়া। সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দলের হয়ে ম্যাচ জেতানো কোন ঐশ্বরিক শক্তির চেয়ে কম নয়। কিন্তু একজন ফিনিশারকে তার অপরাজিত থাকা পরিসংখ্যান দেখেই বিচার করা হয়। 

আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক বার অপরাজিত থেকেছেন এমন ৫ ভারতীয় ব্যাটসম্যান, এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) মহেন্দ্র সিং ধোনি: ৮৪ বার

MS Dhoni powers one down the ground | Photo | India v Sri Lanka |  ESPNcricinfo.com

নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের তথা বিশ্বের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ২৯৭ ইনিংসে সর্বাধিক ৮৪ বার অপরাজিত থেকেছেন। একজন হার্ড হিটার হওয়া সত্ত্বেও তার পারফরম্যান্স অভূতপূর্ব ছিল। এমনকি তিনি এখনও পর্যন্ত ভারতের সফলতম অধিনায়ক।  

২) মোহাম্মদ আজহারউদ্দিন: ৫৪ বার

One of my best knocks: Mohammad Azharuddin recalls his whirlwind ton  against New Zealand in 1988

ম্যাচ ফিক্সিং বিতর্কে জড়িয়ে পড়ার আগে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। ৩০৮ ইনিংসে মোট ৫৪ বার অপরাজিত থেকে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ম্যাচ ফিক্সিং বিতর্কের কারণে যদি তার কেরিয়ার শেষ না হতো, তাহলে তিনি আরও অনেক উচ্চতা অতিক্রম করতে পারতেন।  

৩) অনিল কুম্বলে: ৪৭ বার

Anil Kumble wants livelier pitches in Test cricket - 100MB

ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী অনিল কুম্বলেকে এই তালিকায় দেখে অবিশ্বাস্য মনে হলেও টেল-এন্ডার হিসেবে যথেষ্ট কার্যকরী ছিলেন। কুম্বলে তার ওডিআই কেরিয়ারে ১৩৬ ইনিংসে মোট ৪৭ বার নটআউট থাকার রেকর্ড করেছেন।

৪) শচীন টেন্ডুলকার: ৪১ বার 

From the Vault: Super Sachin steers India to victory in tri-series final -  YouTube

ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বেশিরভাগ সময় ইনিংস ওপেন করতেন। তবে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকা খুবই কঠিন। যাইহোক, মাস্টার ব্লাস্টার এই তালিকাতেও চতুর্থ স্থানে রয়েছেন, তিনি ৪৫২টি ইনিংসে মোট ৪১ বার অপরাজিত থাকেন। 

৫) রাহুল দ্রাবিড়: ৪০ বার

Six Lessons To Learn From Rahul Dravid - Mindful Leap

দ্রাবিড়ের অতুলনীয় ধৈর্যের কারনে তার টেস্ট ক্রিকেট বীরত্ব তাকে অমর করে তুলেছে। তবে তার একদিনের ক্রিকেটে সাফল্যও তাৎপর্যপূর্ণ। ‘দ্যা ওয়াল’-র নামের পাশে ৩১৮টি ইনিংসে মোট ৪০টি অপরাজেয় ইনিংস রয়েছে ও এই তালিকায় তিনি সম্মানজনক স্থান অর্জন করেছেন।