Google: যে ৪টি বিষয় ভুলেও সার্চ করা উচিত নয়, জেল হতে পারে আপনার

তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন্টারনেটের বিকল্প নেই। আর মানুষ যেকোনও বিষয় খুঁজতে সার্চ ইঞ্জিনে গুগলের দ্বারস্থ হচ্ছেন প্রতিনিয়ত। কখনো কখনো গুগলে এমন কিছু অদ্ভুত জিনিস সার্চ করে ফেলেন ব্যবহারকারীরা। তবে কিছু বিষয় রয়েছে যা ভুলেও সার্চ করা উচিত নয়। এক্ষেত্রে আপনি বড় ফাঁদে পড়তে পারেন। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক:

Image

১) গুগলের সার্চ ইঞ্জিনে ভুলেও বোমা বানানোর পদ্ধতি খুঁজবেন না। তবে এমনটি আপনি করলে আপনার জেল হতে পারে। এই ধরনের বিষয় সার্চ করলে সঙ্গে সঙ্গে ই-সংস্থাটি আপনার আইপি এড্রেস দেখে সুরক্ষা সংস্থাকে পাঠিয়ে দেয়। এর ফলে তারা সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করতে হতে পারে।  

২) প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আপনার শরীর খারাপ হলে গুগলে ওষুধের নাম সার্চ করা উচিত নয়। সার্চ রেজাল্টে আসা ওষুধ খেয়ে আপনি আরো গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই এই ক্ষেত্রে গুগলের ভরসা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image

৩) অনেক সময় বিভিন্ন কোম্পানির কাস্টমার কেয়ারের নাম্বার খুঁজতে গিয়ে গুগলে সার্চ করি। এমনটা ভুলেও করবেন না। এই ক্ষেত্রে আপনি হ্যাকারদের কবলে পড়তে পারেন। আসলে গুগল সার্চে আসা ওইসব নম্বরে কল করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই সংশ্লিষ্ট কোম্পানির নাম্বার জেনেই কল করা উচিত। 

৪) এছাড়া গুগলে আপনার ব্যক্তিগত ইমেইলটি সার্চ করবেন না। এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে এবং আপনার পাসওয়ার্ডটা জেনে যেতে পারে হ্যাকাররা। এছাড়া বলা হয়েছে, গুগলে প্রাক্তন বয়সীদের ভিডিও সার্চ করা উচিত নয়। যেহেতু ভারতবর্ষে নীল ছবির সাইটগুলি নিষিদ্ধ করা হয়েছে, তাই এই ক্ষেত্রে আপনি সাইবার ক্রাইমের মুখোমুখি হতে পারেন।