ভারতের ৪টি রাজ্যে স্বাধীনতার পরও ‘স্বাধীনতা দিবস’ পালিত হয়নি; জানুন কি কারণে

ভারত এই বছর স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপন করছে। এই বিশেষ উপলক্ষে অমৃত মহোৎসব উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত গোটা দেশ। প্রসঙ্গত, গোয়া স্বাধীন ভারতের রাজ্য, ১৫ই আগস্ট এর পাশাপাশি ১৯শে ডিসেম্বরও তারা স্বাধীনতা দিবস পালন করে। তবে গোয়া ছাড়াও ভারতের এমনও তিনটি রাজ্য এই তালিকায় রয়েছে যেখানে দেশ স্বাধীন হওয়ার পরও স্বাধীনতা দিবস পালিত হয়নি।

১) গোয়া:

Image

ভারত ১৫ই আগস্ট ১৯৪৭ সাল থেকে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীন হয়েছিল। কিন্তু গোয়া ১৪ বছর পর ১৯শে ডিসেম্বর ১৯৬১ সালে স্বাধীনতা লাভ করে। পর্তুগিজরা গোয়াতে প্রায় ৪৫০ বছর ধরে শাসন করেছিল। ১৫১০ সালে পর্তুগিজরা গোয়া আক্রমণ করে এরপর তারা সেখানে উপনিবেশ গড়ে তোলে। গোয়াকে পর্তুগিজদের হাত থেকে রক্ষা করতে ভারত সরকার প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে ভারতীয় সশস্ত্র বাহিনী হামলা চালিয়ে গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করে।

২) হায়দ্রাবাদ:

Image

ব্রিটিশ শাসনামলে হায়দ্রাবাদ নিজামদের শাসিত রাজ্য ছিল। তখন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজামরা বিবেচিত হতো। ভারত পাকিস্তানের বিভাজনের সময় নিজামরা উভয় দেশের গণপরিষদের অংশগ্রহণ করতে অস্বীকার করে। অবশেষে সরকার হায়দ্রাবাদে পুলিশি ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং ১৯৪৮ সালের ১৩ সেপ্টেম্বর ‘অপারেশন পোলো’ নামে হায়দ্রাবাদ আক্রমণ করে। এভাবে ভারত স্বাধীন হওয়ার প্রায় এক বছর পর হায়দ্রাবাদ স্বাধীন রাজ্য হিসেবে ঘোষিত হয়।

৩) সিকিম:

Image

ভারতের স্বাধীনতার সময় সিকিম ছিল চোগিয়াল রাজবংশ শাসিত। সিকিম তখনো ভারতের একটি সংরক্ষিত রাজ্য ছিল। তবে ১৯৭৫ সালে সেখানকার রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয় এবং রাজা নির্বিচারে শাসন করতে শুরু করেন। এর ফলে সেখানে ভারতীয় সেনাবাহিনী একটি গণভোটের আয়োজন করেছিল যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণ রাজতন্ত্রের বিলুপ্তি ঘটায় এবং সিকিম ১৬ই মে ১৯৭৫ সালে ভারতের অংশ হয়ে যায়।

৪) ভোপাল:

Image

ব্রিটিশের আমলের আগেও ভোপালের রাজতন্ত্র ছিল। নবাব হামিদুল্লাহ খান ভারতের স্বাধীনতার সময় ভোপালের নবাব ছিলেন। দেশ যখন স্বাধীনতা লাভ করে তখন নবাব হামিদুল্লাহ খান কে ভোপালের অন্তর্ভুক্তির পত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয় ও এরপর তিনি পাকিস্তানে চলে যান। যাইহোক ভোপাল অবশেষে ১লা মে ১৯৪৯ সালে ভারতের অংশ হয়ে যায়। ভোপালও প্রায় দু’বছর ধরে স্বাধীনতা দিবস উদযাপন করেনি।