৪ খেলোয়াড় যারা ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুক্ত, কিন্তু এখনও অবসর নেননি

বর্তমানে তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করার মাধ্যমে জাতীয় দলে সুযোগ পাওয়ার আপ্রাণ চেষ্টা করে থাকেন। তবে কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন যারা ২২ বছর ধরে ক্রিকেটের সাথে যুক্ত তবুও এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান নি।

☞ এবার সেই ৪ খেলোয়াড় এর সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) ক্রিস গেইল:

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি তারকা ক্রিস গেইল ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। তবে এখনো তিনি তার জাতীয় দলের হয়ে খেলছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের বিস্ফোরক ব্যাটসম্যান গেইল টেস্টে ৭০০০+ রান ও ওয়ানডেতে ১০,০০০-এরও বেশি রান করেছেন।

Birthday special: Best of Chris Gayle in T20 cricket - 100MB

ক্রিস গেইল কেবল আন্তর্জাতিকভাবে তার দলের প্রতিনিধিত্ব করেন না, সারা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত তিনি। টি-টোয়েন্টিতে তার মোট ১৪ হাজারেরও বেশি রান রয়েছে। বর্তমানে তার বয়স ৪২ বছর, তবুও অবসর নেওয়ার কোন ইচ্ছা প্রকাশ করেননি।

২) হরভজন সিং:

ভারতীয় অভিজ্ঞ স্পিনার হরভজন সিংয়ের এই তালিকায় থাকা আশ্চর্য কিছু নয়। কারণ তিনি ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর তিনি তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য কৃতিত্ব অর্জন করেন।

Too old for selectors,' says Harbhajan Singh about his comeback to T20  cricket for India

এই কিংবদন্তি স্পিনার টেস্টে ৪১৭ উইকেট, একদিনের আন্তর্জাতিকে ২৬৯ উইকেট ও টি-টোয়েন্টিতে ২৫ টি উইকেট নিয়েছেন। হরভজন ২০১৬ সালে টিম ইন্ডিয়ার হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তবে এখন তার জাতীয় দলে ফেরার রাস্তা প্রায় বন্ধ। তবুও এখনও অবসর ঘোষণা করেননি।

৩) মিতালি রাজ:

ভারতীয় মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় মিতালি রাজ এই তালিকায় রয়েছেন। মিতালি ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। তবে এখনও তিনি ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়কও।

Mithali Raj returns to No.1 spot in women's ODI batters' ranking after  match-winning knock against England - Sports News

মিতালি তিনটি ফর্ম্যাটেই ভারতের হয়ে পারফর্ম করেছেন। তিনি প্রায় ২২ বছর ধরে ক্রিকেট খেলছেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারেরও বেশি রান করেছেন। মিতালির বয়স এখন ৩৮, তবুও জাতীয় দলের সাথে যুক্ত রয়েছেন।

৪) শোয়েব মালিক:

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। একজন স্পিনার হিসেবে দলের যোগদান করলেও ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে পারফর্ম করায় টপ অর্ডারে নামার সুযোগ পেয়েছিলেন।

Emotional Shoaib Malik knew Test cricket would return to Pakistan

শোয়েব মালিক এখনও পাকিস্তানি দলের টি-টোয়েন্টি ক্রিকেট এর সাথে যুক্ত। তার ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অনেক সোনালী মুহূর্তের সাক্ষী থেকেছেন। সম্ভবত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানা্তে পারেন এই কিংবদন্তি খেলোয়াড়।