৪ ভারতীয় ব্যাটসম্যান যারা টেস্ট ম্যাচের একদিনে ২০০ রানের বেশি স্কোর করেছেন

ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে টেস্ট খেলাকে সবচেয়ে ধীর গতির ফরম্যাট হিসেবে বিবেচিত করা হয়। তবে বেশ কিছু ব্যাটসম্যান রয়েছেন যারা তাদের আগ্রাসী স্বভাবের ব্যাটিং দিয়ে একদিনেই প্রচুর রান করেছেন। উল্লেখ্য, টেস্ট ম্যাচের একদিনে ডন ব্র্যাডম্যান ৩০৯ রান করেছিলেন, যা একটি রেকর্ড। যাইহোক এই প্রতিবেদনে এমনই ৪ জন ভারতীয় ব্যাটসম্যানের কথা বলা হয়েছে যারা টেস্ট ম্যাচের একদিনে ২০০ রানের বেশি স্কোর করেছেন।

১) বীরেন্দ্র শেহবাগ: ২৮৪, ২৬৭ ও ২২৮ রান

বীরেন্দ্র শেহবাগ একমাত্র ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব তিনবার অর্জন করেছেন। ২০০৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম দিনেই রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এবং ২২৮ রানে অপরাজিত থাকেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫২ রানে অপরাজিত থাকার পর পরের দিন ২৬৭ রান যোগ করে ৩১৯ রানে আউট হন। এরপর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শেহবাগ ঝড়ের গতিতে ব্যাটিং করে ২৮৪ রানে অপরাজিত থাকেন। দুর্ভাগ্যবশত পরদিন ২৯৩ রানে আউট হন এবং ৭ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি মিস করেন।

২) করুন নায়ার: ২৩২ রান

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাকিয়েছেন করুন নায়ার। ২০১৬ সালে চেন্নাইয়ের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে করুন নায়ার ভারতের ইনিংসের প্রথম দিনে ২৩২ রানে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় দিন ৭১ রান যোগ করে ৩০৩ রানে আউট হন। তার এই ইনিংসে সাজানো ছিল ৩২টি চার ও ৪টি ছক্কা।

৩) মহেন্দ্র সিং ধোনি: ২০৬ রান

মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে বিশেষ সাফল্য পাননি, তবে তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার ১ নম্বর রাঙ্ক অর্জন করে। যাইহোক ২০১৩ সালে চেন্নাইয়ের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি একদিনেই ডাবল সেঞ্চুরি করেন। ভারতীয় ইনিংসের শুরুর দিনে ধোনি ১৮ রানে অপরাজিত থাকার পরের দিন ২০৬ রান যোগ করেন। ধোনির ২২৪ রানের ইনিংসে সাজানো ছিল ২৪টি চার এবং ছয়টি ছক্কা। 

৪) মায়াঙ্ক আগরওয়াল: ২০৬ রান

চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন মায়াঙ্ক আগরওয়াল। ২০১৯ সালে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় টেস্ট ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ২৪৩ রান করেন। ভারতীয় ইনিংসের শুরুর দিনে তিনি ৩৭ রানে অপরাজিত থাকার পর পরের দিন তিনি ২০৬ রান যোগ করেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ২৮টি চার এবং আটটি ছক্কা।