টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছেন এই ৩ খেলোয়াড়

ক্রিকেটে দর্শকরা ব্যাটসম্যানদের থেকে বড় বড় শট দেখতেই পছন্দ করেন। তাই প্রতিটা ফরম্যাটেই এমন কিছু বিধ্বংসী ব্যাটসম্যান দেখা যায় যারা বোলারদের কোনওভাবেই সেট হতে না দেওয়ারই তাদের লক্ষ্য থাকে। যাইহোক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন তিন ব্যাটসম্যান রয়েছেন যারা মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। এবার দেখে নেয়া যাক:

১) যুবরাজ সিং:

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস রচনা করেছিলেন। এর ফলে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। যুবরাজ তার এই ইনিংসে ১৬ বলে ৫৮ রান করেন। যার মধ্যে ছিল সাতটি দুর্দান্ত ছক্কা। ভারতীয় দল এই ম্যাচটি ১৮ রানে জিতেছিল। যুবরাজের এই বিধ্বংসী ইনিংসে আজও স্মৃতিতে তরতাজা হয়ে আছে।

২) ক্রিস গেইল:

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলও এই তালিকায় রয়েছেন, যিনি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার সময় অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ক্রিস গেইল তার এই ইনিংসের ১৭ বলে ৫৬ রান করেন, যার মধ্যে ছিল সাতটি বিশাল ছক্কা। দুর্ভাগ্যবশত সেই ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল ক্রিস গেইলের দলকে।

৩) হজরতুল্লাহ জাজাই:

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে মাত্র বলে ১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হজরতুল্লাহ জাজাই। বালখ লিজেন্ডসের বিপক্ষে কাবুল জাওয়ানানের হয়ে জাজাই ১৭ বলে ৬২ রান করেন। এই দুর্দান্ত ইনিংস এরপরেও তার দলকে হারের মুখে পড়তে হয়েছে।