ওপেনার হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করেছেন এই ৩ জন খেলোয়াড়

টেস্ট ফরম্যাটকে ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট হিসেবে বিবেচনা করা হয়। এই ফরম্যাটে ব্যাটসম্যানদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং যেখানে সহজে রান তোলা খুবই কঠিন। টেস্ট ক্রিকেটে সফল হতে গেলে একজন ব্যাটসম্যানের ধৈর্য এবং ভালো কৌশল থাকা অপরিহার্য। তবে একজন ওপেনার হিসেবে যে কোন ব্যাটসম্যানের জন্যই বেশি অসুবিধা হয় কারণ ইনিংসের শুরুতেই নতুন বলে সামনে এবং পিচের অজানা পরিস্থিতিতে কেবল উইকেট বাঁচাতে হয়।

টেস্ট ফরম্যাটে অনেক দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান ছিলেন যারা দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন। টেস্ট ক্রিকেটে ১০০০ রান করা এবং দ্রুত এই অঙ্কে পৌঁছানো একটি বড় অর্জন। এই প্রতিবেদনে এমন ৩ ওপেনারের কথা বলা হয়েছে, যারা টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের গণ্ডি পার করেছেন।

৩) রোহিত শর্মা: ১৭ ইনিংস

ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার টেস্ট ফরম্যাটের ওপেনিং করার পর থেকেই তার টেস্ট ক্যারিয়ারের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি ধারাবাহিকভাবে রান করেছেন। এর আগে রোহিত শর্মা মিডল অর্ডারে খেলতেন কিন্তু সেখানে তেমন সাফল্য পাননি। ঘরোয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের গণ্ডি পার করেছেন। মাত্র ১৭টি ইনিংসে এই কীর্তি গড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

২) লেন হাটন: ১৬ ইনিংস

ইংল্যান্ডের সর্বকালের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন লেন হাটন অন্যতম, যিনি ১৯৩৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন। তিনি ৭৯ টেস্টে ৫৬ গড়ে ৬৯৭১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। লেন হাটনকে টেস্ট ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে গণ্য করা হয়। এই অভিজ্ঞ ওপেনার মাত্র ১৬টি ইনিংসে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০০০ রান করেন।

১) হার্বাট সাটক্লিফ: ১৩ ইনিংস

হার্বাট সাটক্লিফ ছিলেন ইংল্যান্ডের অন্যতম সেরা ওপেনার, তিনি জ্যাক হবস এবং লেন হাটনের সাথে অনেক দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন। তিনি ইংল্যান্ডের হয়ে ৬০ গড়ে ৪৫৫৫ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি। হার্বাট সাটক্লিফ টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুত ১০০০ রান করেছেন। এই কৃতিত্ব অর্জন করতে মাত্র ১৩ ইনিংসের মুখোমুখি হয়েছিলেন।