৩ ভারতীয় ব্যাটসম্যান, যারা টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর এদিন টি-টোয়েন্টিতে অভিষেক হয় পৃথ্বী শ-র। তবে এই ভারতীয় ওপেনারকে প্রথম বলেই অর্থাৎ ‘গোল্ডেন ডাক’ হয়ে সাজঘরে ফিরে যেতে হয়। তবে শুধু তিনিই একাই নন, এর আগেও দুই ভারতীয় ব্যাটসম্যান, টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন।    

☞ এবার দেখে নেওয়া যাক:-

৩) পৃথ্বী শ:

SL v IND 2021: Prithvi Shaw is a phenomenal player, but needs to converting  starts: Aakash Chopra

ভারতীয় তরুণ ওপেনার পৃথ্বী শ-র টি-টোয়েন্টি অভিষেক ম্যাচটি একেবারেই সুখের হলো না। প্রথম বলেই শ্রীলঙ্কান ফাস্ট বোলার চামিরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতীয় দল শুরুতে সমস্যায় পড়লেও ১৬৪ রানের সম্মানজনক স্কোর খাড়া করে। জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ১২৬ রানে গুটিয়ে যায়। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ভুবনেশ্বর কুমার।

২) কে এল রাহুল:

On Punjab Kings skipper KL Rahul's 29th birthday, a look at his 'KLassy'  stats with the bat

পৃথ্বী শ-র মতোই ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুলও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ম্যাচে ‘গোল্ডেন ডাক’ হয়েছিলেন। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ফিরে আসেন। এরপর ১৭১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত ২ রানের জন্য পরাজিত হয়। প্রসঙ্গত, কে এল রাহুল একমাত্র ভারতীয় যিনি ওয়ানডে অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

১) মহেন্দ্র সিং ধোনি:

Sir, World Cup jeet ke ayenge' - Sanjay Jagdale describes MS Dhoni's  reaction before the 2007 T20 WC

২০০৬ সালে ডিসেম্বর মাসে ভারত প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১২৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় দল সফল হয়। তবে ধোনি রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে ম্যাচের সেরা হন দীনেশ কার্তিক (৩১*)। প্রসঙ্গত, ধোনি তার আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন।