ভারতের দলের ৩ ব্যাটসম্যান যারা খুবই ধীরগতিতে ওডিআই সেঞ্চুরি করেছিলেন

ভারতীয় দল প্রথম থেকেই ওয়ানডে ক্রিকেটে শক্তির দিকে পদক্ষেপ নিয়েছিল। ওয়ানডেতে আসার ১০ বছরের মাথায় বিশ্বকাপ জেতে। নব্বইয়ের দশকে অনেক দুর্দান্ত ব্যাটসম্যান ছিল, সময়ের সাথে সাথে তারাও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তবে কখনো কখনো ম্যাচের পরিস্থিতি ও পিচের উপর নির্ভর করে খেলোয়াড়রা দলকে একাই টেনেছিলেন এবং সেই সময় তাদের ব্যাট থেকে এসেছিল ধীরগতির সেঞ্চুরি। এই প্রতিবেদনে তেমনি তিনটি সেঞ্চুরির কথা বলা হয়েছে:

৩) শচীন টেন্ডুলকার: ১৩৮ বল

শচীন টেন্ডুলকার একজন আক্রমণাতক ওপেনার হিসেবে খেলোয়াড় ছিলেন কিন্তু বেশ কয়েকটি ম্যাচে যথেষ্ট সংযমের সাথে ব্যাটিং করেছেন। এই সময় তার ব্যাট থেকে সেঞ্চুরি আসে খুবই ধীরগতিতে। ২০০০ সালের শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৩৮ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আবার বাংলাদেশের বিপক্ষে তিনি তার শততম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন, সেই ম্যাচেও তার ১৩৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তবে উভয় ম্যাচেই সেঞ্চুরি দুটি কাজে আসেনি, ভারতীয় দলকে পরাজয়ের মুখোমুখি হতে হয়।

২) অজয় জাদেজা: ১৩৮ বল

১৯৯৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যান অজয় জাদুজা ১৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন। ক্রমাগত উইকেট পতনের ফলে রবিন সিংকে সঙ্গে করে জাদেজা দলকে সামলানোর চেষ্টা করেছিলেন। তবে তার প্রচেষ্টা ফলশ্রুতি হয়নি এবং ভারতীয় দলকে ৭৭ রানের পরাজয়ের মুখোমুখি হতে হয়।

১) সৌরভ গাঙ্গুলী: ১৪১ বল

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৪১ বলে সেঞ্চুরি করেছিলেন যা ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে ধীরগতির ওডিআই সেঞ্চুরি। তবে তার এই ইনিংসটি ভারতীয় দলের কাছে খুবই মূল্যবান ছিল। ওই ম্যাচটি ভারতীয় দল ৮০ রানে জয় লাভ করে। এই ম্যাচে সৌরভের সাথে রাহুল দ্রাবিড়ও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।