৩ বিখ্যাত ক্রিকেটার, যারা ১০০-র বেশি টেস্ট খেলেছেন অথচ বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি

টেস্ট ক্রিকেটে এমন বহু খেলোয়াড় রয়েছেন যারা সাদা জার্সির পাশাপাশি বিশ্বকাপের মঞ্চেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দলকে চ্যাম্পিয়ন করেছেন। তবে দুর্ভাগ্যবশত এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের ভাগ্যে কখনও সেই স্বপ্ন পূরণ হয়নি। অথচ তারা জাতীয় দলের হয়ে ১০০-র বেশি টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছেন। আজকের প্রতিবেদনে সেই বিখ্যাত ৩ ক্রিকেটারের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১) জাস্টিন ল্যাঙ্গার:

Cricket news 2021: Justin Langer outburst, Australia coach; the Ashes,  Cricket Australia staffer, Bangladesh T20, news

বর্তমান অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার তার দেশের হয়ে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। জাস্টিন ল্যাঙ্গার ১০৫ টেস্টে ৭ হাজারের বেশি রান করেছেন। তার সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের স্বর্ণযুগ ছিল, তবুও কখনো তিনি দেশের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি।

২) ভিভিএস লক্ষ্মণ:

VVS Laxman likely to retire after New Zealand Test series | Cricket News –  India TV

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ভিভিএস লক্ষ্মণ অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি দেশের হয়ে ১৬ বছর প্রতিনিধিত্ব করেছেন। তবে কখনোই বিশ্বকাপ খেলার ইচ্ছা তার পূরণ হয়নি। পরিসংখ্যানের কথা বললে, ভিভিএস লক্ষ্মণ ১৩ টেস্টে ১৭টি সেঞ্চুরিসহ ৮,৭৮১ রান করেছেন। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে তার নামে ৬টি সেঞ্চুরি রয়েছে।

৩) অ্যালিস্টার কুক:

Alastair Cook salutes the MCG crowd after reaching double century - ABC  News (Australian Broadcasting Corporation)

অ্যালিস্টার কুক ইংল্যান্ডের সফলতম অধিনায়ক ও এর পাশাপাশি একমাত্র ইংলিশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান করেছেন। তার নামের পাশে রয়েছে ৩৩টি টেস্ট সেঞ্চুরি। কুকের নেতৃত্বে দু’বার অ্যাশেজ সিরিজ জিতলেও একবারও তিনি বিশ্বকাপে একাদশে জায়গা করতে পারেননি।