প্রজাতন্ত্র দিবস হিসেবে ২৬ জানুয়ারি বেছে নেওয়া হল, অন্য কোনও দিন নয় কেন?

Happy Republic Day 2023: ভারতবর্ষ (India) ৭৪তম প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করছে। ২৬ শে জানুয়ারি প্রতিটি ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এটা সবার জানা যে আমাদের দেশের সংবিধান ১৯৫০ সালের ২৬ জানুয়ারি (January) কার্যকর হয়েছিল, সেই উপলক্ষে আমরা প্রতিবছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি।

কিন্তু আপনি কি জানেন ভারতীয় সংবিধান ((National Constitution) বাস্তবায়নের জন্য ২৬ শে জানুয়ারি বেছে নেওয়া হয়েছিল কেন? আসলে এর পিছনে ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই কারণটা কি।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশকে গণতান্ত্রিক করার লক্ষ্যে দেশের সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছিল। এই সংবিধান তৈরি হতে ২ বছর ১১ মাস এবং ১৮ দিন সময় লাগে এবং ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে দেশের গণপরিষদ এটি গ্রহণ করে কিন্তু  ২৬ জানুয়ারি ১৯৫০ সালে বাস্তবায়িত হয়েছিল। তবে এই তারিখকে বেছে নেওয়ার পিছনে বিশেষ উদ্দেশ্য ছিল।

আসলে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি বৃটিশদের দাসত্বের বিরুদ্ধে ভারতকে সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করা হয়েছিল। তাই ‘পূর্ণ স্বরাজ’ এর তারিখটির গুরুত্ব মাথায় রেখে ২৬ জানুয়ারি দিনটি বেছে নেওয়া হয়। এদিকে সংবিধান বাস্তবায়নের সাথে সাথে দেশটিকে পূর্ণ প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত প্রতিবছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে।