আকর্ষণীয় অফার: এই শহরে গিয়ে বসবাস করলেই মিলবে ২৫ লক্ষ টাকা! ভেবে দেখতে পারেন কিন্তু

আপনি কি বেকারত্ব জ্বালায় অবিবাহিত রয়েছেন? তাহলে আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইতালি যাওয়ার। কারণ সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনলে সেখানে থেকে যাওয়ার ইচ্ছা হতেই পারে। ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনিক পক্ষ থেকে পেয়ে যাবেন ৩০ হাজার ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা!

আসলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনিকের তরফে এমন একটি আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। তবে শর্ত হলো সেই শহরে যারা বাড়ি কিনবেন তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না আর অর্থনীতিকে চাঙ্গা করতে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এছাড়াও যে বাড়িটি কিনবেন তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।

বিদেশ সফরের ইচ্ছা থাকলে ইটালিতে ঢুঁ মেরে আসতেই পারেন।

প্রশাসনিক তরফে জানানো হয়েছে, টাকাটা দুভাগে দেয়া হবে। প্রথম ভাগটা দেয়া হবে বাড়ি কেনার সময় আর শেষ ভাগটা দেয়া হবে বাড়িতে যদি কোনও মেরামতির কাজের জন্য লাগে। ২০১৯ সালে প্রেসিস এবং অ্যাকোয়ারিকা নামের দুটি শহরকে একসঙ্গে যোগ করা হয়। শহরগুলির আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই এই পরিকল্পনা করা হয়েছে। উভয় শহরের মোট জনসংখ্যা মাত্র ৯ হাজার জন। 

এই শহরে কেবল জনসংখ্যা বৃদ্ধির জন্যই প্রশাসনিক তরফে এমন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের বিশ্বাস এই অফার মানুষ গ্রহণ করবে এবং এই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে। এছাড়াও বলা হয়েছে নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড় রয়েছে। এমনকি সন্তানের জন্ম দিলেও বিশেষ বোনাসের ব্যবস্থা রয়েছে সেখানে।