আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছর পূর্ণ, সবাইকে পিছনে ফেলে কী কী অর্জন করেছেন বিরাট কোহলি

১৮ই আগস্ট আজকের দিনে ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের জার্সি গায়ে তার ১৩ বছর পূর্ণ হল। তার সমসময়ে বহু ক্রিকেটার এসেছেন, তবে পরিসংখ্যানের দিক দিয়ে সবাইকে পিছনে ফেলে যে কৃতিত্ব গুলো অর্জন করেছেন তা সত্যিই অবাক করার মতোই। 

Holding asks Virat Kohli to 'tone down a bit' - Rediff Cricket

☞ আজকের প্রতিবেদনে, সেই বিষয়ে জেনে নেওয়া যাক:-

১) সর্বোচ্চ রান সংগ্রাহক: ২২,৯৩৭ রান

Virat Kohli becomes first batsman to complete 3000 runs in T20I cricket |  Business Standard News

বিরাট কোহলি তাঁর অভিষেকের পর থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনিই। তিন শ্রেণীর ক্রিকেট মিলিয়ে মোট ২২,৯৩৭ রান করেছেন। তবে বেশিরভাগ রান তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই এসেছে।

২) সর্বাধিক সেঞ্চুরি: ৭০ টি

Star, Sony and Reliance slug it out on Day 1 of e-auction for Indian  cricket media rights

বিরাট কোহলি তাঁর ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সর্বাধিক ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর দিক দিয়ে শচীন টেন্ডুলকার (১০০) ও রিকি পন্টিং (৭১) এর পরেই রয়েছেন।

৩) সর্বাধিক হাফ সেঞ্চুরি: ১১৫ টি

Work as hard as India captain Virat Kohli: West Indies assistant coach  tells his players

২০০৮ সাল থেকে বিরাট কোহলি সকলকে পিছনে ফেলে মোট ১১৫টি হাফ সেঞ্চুরি করেছেন। তার ধারাবাহিকতায় তাকে সাফল্যের শিখরে নিয়ে যায়।

৪) সর্বাধিক ডাবল সেঞ্চুরি: ৭টি

Virat Kohli's 10 years in Test cricket: From Adelaide to Pune – looking  back at his 10

বিরাট কোহলির অভিষেকের পর থেকে সর্বাধিক ৭টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে সবগুলিই টেস্ট ক্রিকেটে নেতৃত্ব নেওয়ার পরেই এসেছিল। এছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার দিক দিয়ে তিনি চতুর্থ স্থানে রয়েছেন।

৫) সর্বাধিক ম্যান অব দ্যা ম্যাচ: ৫৭ বার

Sitting in dressing-room makes me nervous, love contributing in the middle:  Virat Kohli - Sports News

বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখার পর থেকে মোট ৪৩৮টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। সেই থেকে সর্বাধিক ৫৭ বার ম্যান অব দ্যা ম্যাচ জয়ের কৃতিত্বও তার নামেই রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

৬) সর্বাধিক ম্যান অব দ্যা সিরিজ: ১৯ বার

We want to be relentless': Virat Kohli determined to continue India's  dominance

২০০৮ সালের পর থেকে বিরাট কোহলি সবাইকে পিছনে ফেলে মোট ১৯ বার ম্যান অব দ্যা সিরিজ এর পুরস্কার জিতেছেন। এখন তার সামনে কেবল ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার (২০ বার) রয়েছেন।