পরিচয় গোপন রেখে সুপারস্টার হয়েছেন ১০ বলিউড তারকা, জেনে নিন তাদের আসল নাম

বলিউডে বহু সেলিব্রেটি রয়েছেন যারা তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করেছেন। তবে আপনি কি জানেন আপনার প্রিয় সুপারস্টার পরিচয় গোপন রেখেই সেলিব্রেটি হয়েছেন? আসলে এমন অনেক তারকা রয়েছেন যারা বলিউডে পা রাখার আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন। তাদের আসল নাম অধিকাংশ ভক্তরাও জানেন না। এবার জেনে নেওয়া যাক:

১) অক্ষয় কুমার (Akshay Kumar): বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। তবে এটি তার আসল নাম নয়। তিনিও নিজের নাম বদলে সুপারস্টার হয়েছেন। বলিউডে প্রবেশ করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। আসল নাম রাজিব হরি ওম ভাটিয়া। তবে তিনি অক্ষয় কুমার নামেই পরিচিতি পেয়েছেন।

Image

২) সলমান খান (Salman Khan): বলিউডের অন্যতম সফল অভিনেতা সলমান খানও নিজের নাম ছোট করে সুপারস্টার হয়েছিলেন। তিনি ভাইজান নামে পরিচিত। এই হ্যান্ডসাম হাঙ্কের আসল নাম আব্দুল রশিদ সেলিম সলমন খান। সলমান ৩৫ বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন এবং দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

৩) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif): বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কাইফ একজন, যিনি সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তার জন্ম হংকংয়ে। জন্মসূত্রে তার নাম ছিল কেট টারকোট। বর্তমানে তিনি ভিকি কৌশলের স্ত্রী।

Image

৪) কার্তিক আরিয়ান (Karthik Aryan): সম্প্রতি দক্ষিণী রিমেক “শাহজাদা”তে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এই কিউট হ্যান্ডসাম অভিনেতাও নিজের নাম পরিবর্তন করেছিলেন। সিনেমায় পা রাখার আগে কার্তিক আরিয়ান নিজের পদবী চেঞ্জ করেন। তার আসল নাম ছিল কার্তিক তিওয়ারি।

৫) গোবিন্দা (Govinda): ৯০ দশকের বিখ্যাত অভিনেতা গোবিন্দা তার অভিনয় দিয়ে দর্শকদের বুকে জায়গা করে নিয়েছিলেন। তিনি একজন কমেডি হিরো হিসেবে পরিচিত হন। তবে অনেকেই জানেন না তিনি তার নামের সাথে পদবী বাদ দিয়েছিলেন। আসল নাম গোবিন্দা অরুণ আহুজা।

৬) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty): মিঠুন চক্রবর্তী একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেতা। ৮০-৯০ দশকে গোটা বলিউডকে একাই কাঁপিয়ে দিয়েছিলেন। তবে এই বঙ্গ সন্তানের আসল নাম হল গৌরাঙ্গ চক্রবর্তী। নাম পরিবর্তনের পরেই সিনেমা জগতে পা রাখেন।

Image

৭) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan): বলিউডের বিখ্যাত অভিনেতা দের মধ্যে অমিতাভ বচ্চন একজন। যার অভিনয় নিয়ে কিছুই বলার নেই। তবে এই কিংবদন্তি অভিনেতার আসল নাম ইনকিলাব শ্রীবাস্তব। তিনি তার ক্যারিয়ারে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন।

৮) জন আব্রাহাম (John Abraham): সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পাঠান’, আর এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। ‘ধুম’ ছবির মাধ্যমে দর্শকমহলে সাড়া ফেলেছিলেন জন আব্রাহাম। তবে তিনিও নাম পরিবর্তন করেন, তার আসল নাম ফারহান আব্রাহাম।

৯) অজয় দেবগন (Ajay Devgan): ৯০ দশকের অ্যাকশন হিরো হিসেবে বলিউডে পা রেখেছিলেন অজয় দেবগন। এরপর বলিউড সুপারস্টারদের ভিড়ে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু তার আসল নাম বিশাল বীরু দেবগন। জানা যায় তিনি জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে নিজের নাম পরিবর্তন করেন।

Image

১০) সানি দেওল (Sunny Deol): ধর্মেন্দ্র পুত্র সানি দেওল বলিউডের একজন অ্যাকশন হিরো হিসেবে পরিচিত। বিশেষ করে তাকে দেশাত্মবোধক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। তবে তিনিও নিজের নাম পরিবর্তন করেছেন। সানি দেওয়লের আসল নাম অজয় সিং দেওল।