৬ ভারতীয় খেলোয়াড় যারা ওয়ানডেতে দু’হাজার রানের পাশাপাশি ১০০টি উইকেট নিয়েছেন

প্রতিটি ক্রিকেট দল একজন ভালো অলরাউন্ডারের খোঁজে থাকে, যারা ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই দলকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। ভারতীয় ক্রিকেটে কপিল দেব থেকে শুরু করে ইরফান পাঠান, বর্তমানে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার মত অলরাউন্ডরা রয়েছেন। এই প্রতিবেদনে, এমন ৬ ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যারা ওয়ানডেতে দুই হাজার রানের পাশাপাশি ১০০টির বেশি উইকেট নিয়েছেন:

১) কপিল দেব:

Image

বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব তার সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন, তথা ভারতবর্ষের সেরা অলরাউন্ডার। তিনি ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন। এইসময় কপিল দেব ২২৫টি ওয়ানডে ম্যাচে ২৩.৭৯ গড়ে ৩৭৮৩ রান করেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫ রান। এর পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ২৫৩টি উইকেট।

২) রবি শাস্ত্রী:

Image

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি শাস্ত্রীও এই তালিকায় রয়েছেন। সম্প্রতি তিনি প্রধান কোচের দায়িত্বে ছিলেন এবং দলকে উন্নতির শিখরে নিয়ে যান। রবি শাস্ত্রী ভারতের হয়ে ১১ বছর ক্রিকেট খেলেছেন এবং তিনি ১৫০টি ওয়ানডে ম্যাচে ২৯.০৪ গড়ে ৩১০৮ রান করেন। তার সর্বোচ্চ স্কোর ১০৯ রান। এর পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১২৯টি উইকেট।

৩) শচীন টেন্ডুলকার:

Image

‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকার ব্যাট হাতে অসাধ্যসাধন করেছিলেন। এর পাশাপাশি তাঁর অনন্য স্পিন বোলিংয়েও সমস্যায় পড়েছেন ব্যাটসম্যানরা। শচীন টেন্ডুলকার দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। এই সময় তিনি ৪৬৩টি ওয়ানডে ম্যাচে ৪৪.৮৩ গড়ে ১৮৪২৬ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০০ রান। অন্যদিকে ১৫৪টি উইকেট রয়েছে তার নামে।

৪) সৌরভ গাঙ্গুলী:

Image

সৌরভ গাঙ্গুলীর ঝুলিতে একটিও আইসিসি ট্রফি না থাকলেও, তার অসাধারন নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে কখনো অস্বীকার করা যায় না। তিনি ১৫ বছর ক্রিকেট ক্যারিয়ারে বহুবার চড়াই-উৎরাইয়ের মুখোমুখি হয়েছেন। ক্রিকেটের এই ‘দাদা’ ৩১১টি ওয়ানডে ম্যাচে ৪১.০২ গড়ে ১১৩৬৩ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১৮৩ রান। এর পাশাপাশি মিডিয়াম পেস বোলিং দিয়ে তিনি ১০০টি উইকেট তুলে নিয়েছেন।

৫) যুবরাজ সিং:

Image

গত দুই দশকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সেরা অলরাউন্ডার ছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ১৭ বছর ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। এই সময় যুবরাজ ৩০৪টি ওয়ানডেতে ৩৬.৫৫ গড়ে ৮৭০১ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ১৫০ রান। এর পাশাপাশি তার নামে ১১১টি উইকেট রয়েছে।

৬) রবীন্দ্র জাদেজা:

Image

এই তালিকায় একমাত্র সক্রিয় খেলোয়ার রবীন্দ্র জাদেজা, যিনি ভারতীয় দলের সকল ফরম্যাটেই সমানভাবে পারফর্ম করছেন। ধোনির ছত্রছায়ায় নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন এবং আজ তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৬৮টি ওয়ানডে ম্যাচে ৩২.৫৮ গড়ে ২৪১১ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৮৭ রান। এর পাশাপাশি তিনি ১৮৭টি উইকেট নিয়েছেন।