ভারতীয় মুদ্রার নাম ‘রুপি’ হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে একে টাকা বলা হয় কেনো?

ভারতবর্ষের ঐক্য ও বৈচিত্র সম্পর্কে নানাবিদ জাতীয়তাবাদী ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সমাজে বৈচিত্র লক্ষ্য করা যায়। সংস্কৃতি থেকে শুরু করে ভাষা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। এরমধ্যে ভারতীয় মুদ্রাও বিভিন্ন জায়গায় আলাদা নামে পরিচিত।

Nepal Bans The Use Of All Indian Currency Above Rs 100 - Outlook Traveller

আসলে ‘টাকা’ শব্দটি এসেছে টংকা নামক সংস্কৃত শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ রৌপ্য মুদ্রা বিশেষ। বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের এই বিরাট অঞ্চলের মানুষ টাকা নামেই মুদ্রাকে চিনত। এরপর ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল ভাগ হওয়ার পর এই মুদ্রা বিভিন্ন নামে পরিচিত হয়। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ইত্যাদি রাজ্যে এখনও টাকা নামেই প্রচলন রয়েছে।  

ভারতীয় নোটের পিছন সাইডে দেশের হিন্দি ইংরেজি সহ মোট ১৭টি সরকারি ভাষায় মুদ্রার নাম অঙ্কিত থাকে:   

Reserve Bank of India - Homepage

ইংরেজি – Rupee (রুপি)
হিন্দি – रुपया (রুপায়া)
অসমীয়া – টকা
বাংলা – টাকা
গুজরাতি – રૂપિયો (রুপিয়ো)
কন্নড় – ರೂಪಾಯಿ (রুপাই)
কাশ্মীরি – روپے (রপ্যিহ্)
কোঙ্কণী – रुपया (রুপয়া)
মালয়ালম – രൂപ (রূপা)
মারাঠি – रुपये (রুপায়ে)
নেপালি – रुपियाँ (রুপিয়াঁ)
ওড়িয়া – ଟଙ୍କା (টঙ্কা)
পাঞ্জাবি – ਰੁਪਈਆ (রুপিয়া)
সংস্কৃত – रूप्यकम् (রুপ্যকম্)
তামিল – ரூபாய் (রুবাই)
তেলুগু – రూపాయి (রুপাই)
উর্দু – روپیہ (রূপয়া)